ঢাকা’র অভিজাত এলাকা বনানীতে মানবপাচার চক্রের কতিপয় সক্রিয় সদস্যদের নেতৃত্বে গড়ে ওঠা স্পা’র আড়ালে পতিতালয় ব্যবসা স্বীকৃত ব্যবসার মতোই চলছে বলে অভিযোগ করেন বাসিন্দারা। সূত্র বলছে, বনানী এর ১৭/এ নং সড়কের বাড়ি নং (৮২)’র নিচ তালা ভাড়া নিয়ে মোঃ মেহেদী হাসান বাবু ওরফে (রকি) বহুদিন ধরে মানবপাচার ও পতিতাবৃত্তির মতো অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে চক্রটি। এলাকাবাসীর অভিযোগ,তাদের সক্রিয় নিয়ন্ত্রণে গড়ে ওঠা এই ব্যবসা প্রায় স্বীকৃত ব্যবসার মতোই অবাধে চলছে।কয়েকজন বাসিন্দা আরো বলেন,অনেক সময় পুলিশ এদের দমনে মামলা দিলেও কোন ভাবেই তাদের ব্যবসা বন্ধ রাখতে পুরোপুরি ভাবে সক্ষম হচ্ছে না তাঁরা। যে কারণে এদের অপতৎপরতা সহজে নির্মূল হচ্ছে না। সেই প্রতিষ্ঠানের অবৈধ কার্যক্রম কি ভাবে কয়েক দিনের মধ্যেই আবার সচল হয়ে ওঠে তা বলার অপেক্ষা রাখে না। পুলিশের যোগসাজশে চলুক বা তাদের নজর এড়িয়ে চলুক এখানে দায়িত্ব পালনে ঘাটতি রয়েছে বলেই এসব ব্যবসা স্বীকৃত ব্যবসা পরিচালনার মতো করেই পরিচালিত হচ্ছে। বিভিন্ন আইনগত বাধা-বিপত্তি তাদের অপতৎপরতা দমানো যাচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,চক্রের সদস্যরা প্রভাবশালী পরিচয় ব্যবহার করে আইনের ফাঁক গলে দীর্ঘদিন ধরে স্পা’র আড়ালে যৌন ব্যবসা চালিয়ে আসছে।ভুক্তভোগী নারীদের অভিযোগ, চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের নিয়ে এসে জোরপূর্বক পতিতালয়ে নামানো হয়। অনেক ক্ষেত্রে প্রতারণা,হুমকি-ধামকি ও আর্থিক নির্যাতনের শিকার হচ্ছেন তারা।
এলাকাবাসী জানান,দিনের বেলায় এ ব্যবসা সীমিত আকারে চললেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্পা সেন্টারে গ্রাহকদের আনাগোনা বেড়ে যায়। এর ফলে অভিজাত আবাসিক এলাকায় জনসাধারণের স্বাভাবিক চলাচলও প্রতিনিয়ত অনিরাপদ হয়ে পড়ছে।
সামাজিক বিশ্লেষকরা বলছেন,এ ধরনের অবাধ অসামাজিক কার্যক্রম সামাজিক ভারসাম্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা মনে করেন, শুধু মামলা দেওয়া নয় কার্যকর মনিটরিং, আইন প্রয়োগে কঠোরতা এবং নিয়ন্ত্রক চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলেমানবপাচার চক্রের বেপরোয়া কার্যক্রমে যেমন সামাজিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠার সম্ভাবনাও বাড়ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে,এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তবে রকির চক্রের মতো সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে কৌশলগত বিশেষ অভিযান পরিচালনা করা হবে ।